গাজার মানুষের কষ্ট দূর করতে হবে’ এরদোয়ান

গাজার মানুষের কষ্ট দূর করতে হবে' এরদোয়ান
Views: 40 Like (0) Dislike (0) Shares (1)

গাজার মানুষের কষ্ট দূর করতে হবে’ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান গাজা যুদ্ধবিরতি নিয়ে শারম আল-শেইখ শান্তি সম্মেলনে গৃহীত ঘোষণার প্রতি তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন“ আমরা শারম আল-শেইখ ঘোষণাকে শেষ পর্যন্ত সমর্থন করব। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারও একই অবস্থান নেবে।

 

সোমবার মিসরের রিসোর্ট শহর শারম আল-শেইখে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ২০টিরও বেশি দেশের নেতাদের নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে এরদোয়ান, ট্রাম্প, সিসি ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিও যোগ দেন। চুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির পক্ষে সমর্থন জানানো হয়।

গাজার মানবিক পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান বলেন, “গাজার নির্যাতিত জনগণের কষ্ট লাঘবে যে কোনো প্রচেষ্টা আমাদের কাছে মূল্যবান। কেউ যদি এটাকে কেবল ‘একটা যুদ্ধবিরতি সই’ বলে হালকাভাবে নেয়, সেটা ঠিক নয়। হামাস সোমবার গাজা উপত্যকায় আটক ২০ জন জীবিত ইসরায়েলিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগারগুলো থেকেও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি শুরু হয়েছে।

গাজার মানুষের কষ্ট দূর করতে হবে’ এরদোয়ান এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে এরদোয়ান বলেন, “তুর্কি জনগণ ভ্রাতৃত্ব ও প্রতিবেশিতার পরীক্ষায় সফল হয়েছে। আমাদের সিরিয়ার সঙ্গে সম্পর্কও আরও ঘনিষ্ঠ হচ্ছে। সিরিয়ায় স্থিতিশীলতা ফিরে এলে সবকিছু আরও ভালোভাবে এগোবে।”

Scroll to Top