হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের

Views: 31 Like (0) Dislike (0) Shares (2)

হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠকের পর এই শীর্ষ বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি টেলিফোন আলাপের পর উভয় পক্ষই সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দেন।

“সম্ভবত সব কিছু ঠিক হয়ে গেছে, তারা ইতিমধ্যেই কথা বলেছে,” বলেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, সেই বৈঠকে তিনি পুতিনের সঙ্গে তার “খুব ভালো” ফোনালাপ সম্পর্কে জেলেনস্কিকে জানাবেন।
“সমস্যা হলো, ওই দুইজনের সম্পর্ক ভালো নয়। তাই একসঙ্গে বসা কঠিন। হয়তো আলাদা করে বৈঠক করতে হবে—আলাদা কিন্তু সমান গুরুত্ব দিয়ে,” বলেন ট্রাম্প।

হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের তিনি জানান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই বৈঠকের আয়োজক হবেন। ইউক্রেনের যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার অনুরোধের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি পুতিনের সঙ্গে তার ফোনালাপে উঠেছিল এবং পুতিন “এই ধারণাটা মোটেও পছন্দ করেননি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, “আপনি কি মনে করেন, তিনি বলবেন—‘দয়া করে টমাহক বিক্রি করুন, দয়া করে বিক্রি করুন’? আমি আসলে তাকে বলেছিলাম, ‘তোমার প্রতিপক্ষকে যদি কয়েক হাজার টমাহক দিই, আপত্তি আছে?’—আমি ঠিক ওইভাবেই বলেছিলাম। তিনি সেটা মোটেও ভালোভাবে নেননি।”

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, দেশীয় মজুত থেকে অস্ত্র সরিয়ে দেওয়া নিয়ে তার কিছু উদ্বেগ রয়েছে। “আমাদের নিজেদের জন্যও টমাহক দরকার। অনেক আছে, কিন্তু আমাদের দেশকেও সুরক্ষিত রাখতে হবে। নিজেদের ভান্ডার খালি করে ফেলা যাবে না,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।

Scroll to Top