Home » এম হানিফা’র কবিতা “পুরনো স্মৃতি”

এম হানিফা’র কবিতা “পুরনো স্মৃতি”

by প্রিয় দেশ ডেস্ক:

রমিজ চাচার পুকুর ঘাটে
বসতো আড্ডা বিকেল হলে
মাছ ধরতেন চাচা বরশি দিয়ে
খেলা করতাম সবাই মিলে।

পাশেই ছিলো পেয়ারা গাছ
সাথে ছিলো বাতাবী লেবু
খেতাম পেয়ারা মনের মতো
এই দিন কী আর আসবে কভু।

সন্ধ্যার আগে ফিরতে হতো ঘরে
মা বলতেন তখন একটু রেগে
হাত মুখ ধুইয়ে পড়তে বস
আসবে খেতে এশার আগে।

পড়তে বসতাম বাংলা ঘরে
বেশ কয়েকজন মিলে
পড়ার ফাঁকে রাখতাম খেয়াল
কখন আসেন বাবা রাত হলে।

আসতেন বাবা বাজার থেকে
সদাই পাতি সব কিনে
আমার জন্যে মজা আনতেন বাবা
রাখতেন কিন্তু ঠিকই মনে।


এই বিভাগের আরো খবর

Leave a Comment