Home » শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

by প্রিয় দেশ ডেস্ক:

অবিশ্বাস্য! এভাবেই বোধ হয় ব্যাখ্যা করে যায়। আশার সলতে অনেকের কাছেই নিভে গিয়েছিল ম্যাক্সওয়েলের বিদায়ের পর। কিন্তু কে জানতো দিনটা ম্যাথু ওয়েড আর মার্কোস স্টয়নিসের। কী অসাধারণ ব্যাটিংটাই না তারা করলেন। উড়তে থাকা পাকিস্তানকে মাটিতে নামিয়ে ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া।

দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে বিদায় করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অজিরা। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁঁছে যায় অস্ট্রেলিয়া।  ১৭ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন ওয়েড, স্টয়নিস করেছেন ৩১ বলে ৪০*। পাকিস্তানের হয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন শাদাব খান।


এই বিভাগের আরো খবর

Leave a Comment