Home » নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

by শফিউল আলম লাভলু

শেরপুরের নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নকলা সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ সভাপতিত্বে ফাইনাল খেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা প্রমুখ।

এই ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বিজয়ী দল লাভা চান্দের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চন্দ্রকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপে বাছুর আলগা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।


এই বিভাগের আরো খবর

Leave a Comment