চলো হেঁটে যাই
শিখা অধিকারী
চলো হেঁটে যাই-
পুষ্প ঝরা পথে
চলো হেঁটে যাই-
সোনালী দিগন্তে…
চলো ভেসে যাই-
সমুদ্ররের জোয়ারে চলো হেঁটে যাই-
সবুজ রাঙা মেঠো পথ ধরে
চলো হারিয়ে যাই-
নিষ্পাপ ভোরে, যে ভোরে পাখির কলকাকলীতে ঘুম ভেঙে যায়- ঘুমন্ত বৃক্ষের!
চলো হেঁটে যাই –
বৃষ্টি ভেজা পথে, যে পথে বৃষ্টি স্নান করেছে দুর্বা ঘাস!
চলো হারিয়ে যাই-
জোছনা মাখানো রাতে,
যে রাতে জোনাকিদের কথা শুনবে তুমি…
চলো হারিয়ে যাই-
মানুষের কোলাহল ছেড়ে বহু দূরে,
সেখানে শুনতে পাবে কোকিলের কন্ঠ আর ঘুঘুদের মিষ্টি সুর!
চলো হেঁটে হেঁটে যাই-
বহু দূর, বহু দূর- যেখানে দেখতে পাবে সূর্যের মতো ঝলমল তোমার স্বরূপ কে…
চলো হারিয়ে যাই-
মন ফাগুনের দেশে!
চলো হেঁটে যাই-
হিমালয়ের পথে,
যেখানে ধূসর ভূস্বর্গ তোমায় আলিঙ্গন করে!
চলো হেঁটে যাই,
অজানা অচেনা পথে-
চলো হেঁটে যাই-
কোনো মুনিঋষির কুঁড়ে ঘরে, শুনে আসি জীবনের গান ও সত্যের বাণী…”