Home » নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী নিহত

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী নিহত

by প্রিয় দেশ ডেস্ক:

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। তিনি ফতুল্লা থানা যুবদলের সদস্য।

তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কি না এই বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, তাদের সমাবেশে বাধা দিলে তারা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তাদের ১০-১২ জনের মতো সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ ঢাকা পোস্টকে জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

Dhaka post

নারায়ণগঞ্জ সদর (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

Dhaka post

জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, নিহত শাওন ফতুল্লা থানা যুবদলের সদস্য। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।


এই বিভাগের আরো খবর

Leave a Comment