২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক
Views: 11 Like (0) Dislike (0) Shares (1)

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়েন ইকোনমিক কমিশনের বৈঠকে যোগ দিতে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থাকায় এসেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার আগারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক চলতি বছরে এ নিয়ে মোট পাঁচজন পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ঢাকা এসেছেন। অন্যদিকে সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান গিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। চলতি মাসে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদেরও পাকিস্তান যাওয়ার সফরের কথা রয়েছে।