বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুজনকে এক কম্বলে মুরিয়ে দেয়া হয় কিন্তু কেন?

বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুজনকে এক কম্বলে মুরিয়ে দেয়া হয় কিন্তু কেন?
Views: 11 Like (0) Dislike (0) Shares (1)

বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুজনকে এক কম্বলে মুরিয়ে দেয়া হয় কিন্তু কেন? মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিয়েকে ঘিরে এখনো টিকে আছে একাধিক প্রাচীন ও প্রতীকী রীতি। এর মধ্যে অন্যতম হলো বর ও কনেকে একই কম্বলে মুড়িয়ে দেওয়া। কাজাখদের বিশ্বাস এই আচার নবদম্পতির জীবনকে এমনভাবে যুক্ত করে যে তারা একই উষ্ণতার ভেতর দিয়ে একসঙ্গে বার্ধক্যে পৌঁছায়। এই রীতিকে বলা হয় ওং সাহনে আউনাত যেখানে ওং শব্দটি মঙ্গল পবিত্রতা ও দীর্ঘস্থায়ী দাম্পত্যের প্রতীক।

বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুজনকে এক কম্বলে মুরিয়ে দেয়া হয় কিন্তু কেন? এই ঐতিহ্য কাজাখস্তানের উত্তর মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েই দেখা যায়। দক্ষিণাঞ্চলে কনের আত্মীয়রা বর-কনের জন্য বিশেষভাবে সেলাই করা কম্বল নিয়ে আসেন। বিয়ের নির্দিষ্ট মুহূর্তে নবদম্পতিকে সেই কম্বলে আচ্ছাদন করে বলা হয় কোর্পে বলকিল্ডেটার—যার অর্থ তাদের জীবন যেন একসঙ্গে শান্তিতে ও স্থায়ী বন্ধনে আবদ্ধ থাকে। এই প্রাচীন আচার নতুন জীবনের শুরুতে পরিবারগুলোর দোয়া ও শুভকামনার উষ্ণ প্রকাশ হিসেবে আজও সমানভাবে প্রচলিত।