ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা

ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা
Views: 122 Like (0) Dislike (0) Shares (2)

ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি গুরুতর নির্যাতনের শিকার হয়ে পাঁজরের চারটি হাড় ভেঙে ফেলেছেন বলে জানিয়েছে বন্দীদের গণমাধ্যম অফিস। হামাস নিয়ন্ত্রিত ওই দপ্তর জানায়, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বারঘুতিকে দক্ষিণ ইসরায়েলের রামন কারাগার থেকে উত্তরাঞ্চলের মেগিডো কারাগারে স্থানান্তরের সময় কারারক্ষীরা মারধর করে।

এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং তার পাঁজরের চারটি হাড় ভেঙে যায়। ৬৬ বছর বয়সী বারঘুতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলের শীর্ষ নেতাদের একজন এবং ফিলিস্তিনি রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। ২০০২ সাল থেকে তিনি দ্বিতীয় ইন্তিফাদার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসরায়েলে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা

ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা
ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি পাঁজরের চারটি হাড় ভাঙা

এরই মধ্যে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। এই ধাপে বন্দি বিনিময় ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হয়েছে। পরবর্তী ধাপে হামাসবিহীন একটি নতুন প্রশাসন, বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের পরিকল্পনা রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজা উপত্যকার বেশিরভাগ এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।