
কলম্বিয়াকে আর কোনো অর্থ দেবে না যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ঘোষণা দিয়েছেন, কলম্বিয়াকে দেওয়া সব ধরনের মার্কিন অর্থ ও ভর্তুকি বন্ধ করা হবে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এটি নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প এক সামাজিক মাধ্যমে লিখেছেন, পেত্রো “নিজ দেশের মাদক উৎপাদন বন্ধে কিছুই করেন না, অথচ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ ও ভর্তুকি পান — যা আসলে আমেরিকার দীর্ঘমেয়াদি প্রতারণা।”
তিনি সর্ববড় অক্ষরে লিখে বলেন, “আজ থেকেই এসব অর্থ প্রদান বা অন্য যেকোনো ধরনের ভর্তুকি আর দেওয়া হবে না।”মাদক ও অভিবাসন ইস্যুতে দুই নেতা বহুদিন ধরেই মুখোমুখি অবস্থানে। তবে এই আর্থিক ঘোষণা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কলম্বিয়া প্রায় ২১ কোটি ডলার সহায়তা পেয়েছে, যার মধ্যে কৃষি খাতে রয়েছে ৩১ মিলিয়ন ডলার। ট্রাম্প কোন অর্থ বন্ধের কথা বলছেন, তা এখনো পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্রই কলম্বিয়ার নিরাপত্তা খাতের সবচেয়ে বড় অর্থদাতা, প্রতি বছর বিলিয়ন ডলার সাহায্য দিয়ে থাকে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওই মাদক উৎপাদনের ক্ষেত্রগুলো পেত্রো নিজেই বন্ধ করুক, না হলে যুক্তরাষ্ট্র তা বন্ধ করবে— এবং সেটা সুন্দরভাবে হবে না।” এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, কলম্বিয়া মাদকবিরোধী প্রতিশ্রুতি পালনে “স্পষ্টভাবে ব্যর্থ” হয়েছে। তবুও তখনও দেশটিতে তহবিল অব্যাহত রাখার কথা জানানো হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলম্বিয়া বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ কোকেইন উৎপাদন করে।
সম্প্রতি পেত্রো যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন ক্যারিবীয় অঞ্চলে এক অভিযানে “নিরপরাধ কলম্বিয়ান নাগরিককে হত্যা” করার জন্য। এর পর যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে পেত্রো মার্কিন সেনাদের ট্রাম্পের আদেশ অমান্য করতে আহ্বান জানিয়েছিলেন। এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ রবিবার জানান, শুক্রবার যুক্তরাষ্ট্র একটি নৌকায় হামলা চালিয়েছে, যা “বিপুল পরিমাণ মাদক বহন করছিল” বলে গোয়েন্দা তথ্য ছিল।
হামলায় তিনজন নিহত হয়েছে। নৌকাটি একটি কলম্বিয়ান সন্ত্রাসী গোষ্ঠীর বলে দাবি করেন তিনি। এটি ছিল সপ্তম পরিচিত হামলা। এর আগে এক হামলায় দুজন বেঁচে গিয়েছিল, যাদের শনিবার ট্রাম্প জানিয়েছেন নিজ নিজ দেশ— ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হবে। রবিবার ট্রাম্প ব্যক্তিগতভাবে পেত্রোকে আক্রমণ করে বলেন, তিনি “একজন অবৈধ মাদক নেতা” এবং “অহংকারী ব্যক্তি”।
কলম্বিয়াকে আর কোনো অর্থ দেবে না যুক্তরাষ্ট্র পেত্রো জবাবে ট্রাম্পকে তীব্রভাবে সমালোচনা করে লেখেন, “আপনি কলম্বিয়ার প্রতি অভদ্র ও অজ্ঞ। ‘One Hundred Years of Solitude’ পড়ুন, যেমন আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স পড়েছেন— তাহলে নিঃসঙ্গতা সম্পর্কে কিছু শিখবেন।” পেত্রো আরও বলেন, “আমি ব্যবসায়ী নই, আমি সমাজতান্ত্রিক। আমি বিশ্বাস করি সংহতি, মানবতার যৌথ সম্পদ এবং জীবনের মূল্যবোধে — যা এখন আপনার তেলনির্ভর নীতির কারণে বিপন্ন। আমার হৃদয়ে লোভ নেই।”







