
কুয়েতের আমিরকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি উপহার দিলেন এরদোয়ান কুয়েত সিটি সরকারি সফরে কুয়েতে পৌঁছে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে উপহার দিলেন তুরস্কে নির্মিত বৈদ্যুতিক গাড়ি TOGG।
এই উপহারকে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের নিজস্ব ব্র্যান্ড TOGG দেশটির অটোমোবাইল শিল্পে এক নতুন যুগের সূচনা করেছে, যা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ।এরদোগানের এই সফরের লক্ষ্য ছিল কুয়েতের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে সম্পর্ক আরও জোরদার করা। কুয়েতের আমিরকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি উপহার দিলেন এরদোয়ান







