
চীনের সঙ্গে নতুন বাণিজ্য ছাড় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে “১০-এর মধ্যে ১২” হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য ছাড়ের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন চীন বিরল ধাতু (Rare Earths) রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। যুক্তরাষ্ট্রও এর বিনিময়ে কিছু আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই ধাতুগুলো উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য উপাদান, তাই বিষয়টি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়া, যুক্তরাষ্ট্র কিছু ফেন্টানিল-সম্পর্কিত পণ্যের ওপর শুল্ক কমাবে বলেও ট্রাম্প নিশ্চিত করেছেন। অন্যদিকে, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সয়াবিন ও কৃষিপণ্য কিনতে রাজি হয়েছে। তবে এই আলোচনায় তাইওয়ান, প্রযুক্তি রপ্তানি ও নিরাপত্তা ইস্যুর মতো জটিল বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান।
চীনের সঙ্গে নতুন বাণিজ্য ছাড় বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা সাময়িক হলেও এটি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য সম্পর্ক পুনরায় উষ্ণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকের শেষে ট্রাম্প মন্তব্য করেন, “যদি ১০-এর মধ্যে স্কোর দিতে হয়, আমি এটাকে ১২ দেব। এটা প্রত্যাশার চেয়েও ভালো ছিল।







