
ইসরায়েলে ১৪ বছরের ফিলিস্তিনি শিশু আটক সহিংসতার-অভিযোগ ইসরায়েলি কর্তৃপক্ষ ১৪ বছর বয়সী এক অটিস্টিক ফিলিস্তিনি শিশুকে আটক রেখেছে—যেখানে সে রক্ষী ও অন্যান্য বন্দীদের হাতে সহিংসতার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আনাদোলু সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ছেলেটিকে অধিকৃত পশ্চিম তীরে পারিবারিক সফরের সময় গ্রেপ্তার করা হয়। পরে “নিরাপত্তাজনিত অপরাধের সন্দেহে” তাকে আটক রাখা হয়, যদিও কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।
তার আইনজীবী জানিয়েছেন, জুভেনাইল কোর্টে একাধিকবার হাজিরার পরও আদালত প্রতিবারই তার আটকাদেশ বাড়িয়েছে। সর্বশেষ শুনানিতে বিচারক আরও এক সপ্তাহের জন্য রিমান্ড মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। আইনজীবীর দাবি, শিশুটিকে “নিরাপত্তা বন্দি” হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং রক্ষীরা তাকে কঠোরভাবে আচরণ করছে। এমনকি বন্দিশালায় অন্য কয়েদিরাও তাকে মারধর করছে ও হেনস্তা করছে। তিনি আরও জানান, “ওর গলা ও মাথায় ব্যথা হচ্ছে, এবং সে ঠান্ডায় কষ্ট পাচ্ছে।
ইসরায়েলে ১৪ বছরের ফিলিস্তিনি শিশু আটক সহিংসতার-অভিযোগ তাকে হাতকড়া পরিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে।”ছেলেটির মা জানান, তার ছেলে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী; এমন অবস্থায় তাকে আটক রাখা “মানবাধিকারের চরম লঙ্ঘন।”অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই অভিযোগগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিশু ও প্রতিবন্ধী বন্দিদের এমন পরিস্থিতিতে আটকে রাখা আন্তর্জাতিক আইনবিরোধী এবং তাৎক্ষণিক তদন্তের দাবি রাখে।
সূত্র: আনাদোলু এজেন্সি।






