
তুরস্কে তুষারপাতে রাস্তায় বরফ দুর্ঘটনায় বহুগাড়ি তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট জেলায় তুষারপাতের পর সৃষ্ট বরফে ঢাকা সড়কে একাধিক গাড়ির দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায় বরফ জমে পিচ্ছিল হয়ে পড়া রাস্তায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ছিটকে অনেক দূরে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে আঘাত করে। ঘটনায় গাড়িগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়।
সাম্প্রতিক দিনগুলোতে তুরস্কের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত তুষারপাতের কারণে সড়ক পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্তৃপক্ষ চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনে যাত্রা সীমিত করার পরামর্শ দিয়েছে।







