তুর্কি সেনাবাহিনীতে যোগ-দিল দেশীয় যুদ্ধ-ট্যাংক আলতাই

তুর্কি সেনাবাহিনীতে যোগ-দিল দেশীয় যুদ্ধ-ট্যাংক আলতাই
Views: 2 Like (0) Dislike (0) Shares (1)

তুর্কি সেনাবাহিনীতে যোগ-দিল দেশীয় যুদ্ধ-ট্যাংক আলতাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে দেশটির প্রথম দেশীয়ভাবে নির্মিত প্রধান যুদ্ধ ট্যাংক ‘আলতাই’ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। রাজধানী আঙ্কারায় বিএমসি ট্যাংক ও নতুন প্রজন্মের সাঁজোয়া যান উৎপাদন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আলতাই’ ট্যাংকটি তুরস্কের নতুন প্রজন্মের মূল যুদ্ধ ট্যাংক, যার গণউৎপাদন চলছে স্থানীয় গাড়ি নির্মাতা বিএমসি’র আঙ্কারা কারখানায়। এরদোয়ান জানান, সেনাবাহিনীতে হস্তান্তরের আগে ট্যাংকটি ৩৫ হাজার কিলোমিটার পরীক্ষা এবং ৩ হাজার ৭০০টি সরাসরি গোলাবারুদের পরীক্ষার মধ্য দিয়ে গেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি এই ট্যাংক কঠিনতম যুদ্ধক্ষেত্রেও টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ৬৩ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই উৎপাদন কারখানায় প্রতি মাসে ৮টি ‘আলতাই’ ট্যাংক ও ১০টি ‘আলতুগ’ সাঁজোয়া যান তৈরি হবে। এগুলোকে এরদোয়ান বর্ণনা করেন “যুদ্ধক্ষেত্রের দুর্গ” হিসেবে।
এরদোয়ান বলেন, “আমরা আর অনুসারী রাষ্ট্র নই, বরং এখন অন্যরা আমাদের অনুসরণ করছে। স্থল, জল ও আকাশ—সব ক্ষেত্রেই আমরা নিজেদের প্রযুক্তি দিয়ে নতুন ইতিহাস লিখছি।”

তুর্কি সেনাবাহিনীতে যোগ-দিল দেশীয় যুদ্ধ-ট্যাংক আলতাই তিনি আরও জানান, ‘আলতাই’ ট্যাংকের উৎপাদনে তুরস্ক সম্পূর্ণভাবে স্বনির্ভর হতে চায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ উপকরণে। অতীতের নানা নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও দেশটি নিজস্ব পথেই এগিয়ে যাচ্ছে। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এরদোয়ান বলেন, নিরাপত্তা বাহিনীর প্রায় সব চাহিদা এখন দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম দিয়েই মেটানো হচ্ছে।

তিনি জানান, তুরস্ক বর্তমানে ১,৪০০-রও বেশি প্রতিরক্ষা প্রকল্পে কাজ করছে এবং ড্রোন উৎপাদনে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী সরবরাহ করা মোট মানববিহীন আকাশযানের (UAV) ৬৫ শতাংশই তুরস্ক তৈরি করেছে, যা ১৮০টি দেশে রপ্তানি করা হয়েছে। এরদোয়ান আরও বলেন, “আগামী বছর আমরা ‘লিওপার্ড ২এ৪’ ট্যাংকের আধুনিক সংস্করণও সরবরাহ করব ‘আলতাই’-এর পাশাপাশি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল-থানি। তিনি তুরস্ক-কাতার প্রতিরক্ষা সহযোগিতাকে “দৃঢ় অংশীদারিত্ব” বলে উল্লেখ করে বলেন, “আজ আমরা দেখছি তুরস্ক ও কাতারের সহযোগিতার ফল, যেখানে বিএমসি’র দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আলতাই’ ট্যাংক আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যুক্ত হলো।”এরদোয়ান বিএমসি, প্রতিরক্ষা শিল্প সংস্থা এবং প্রকল্পে যুক্ত সব কর্মীকে ধন্যবাদ জানান, পাশাপাশি কাতারকেও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি।